ওয়েব ডেস্ক:  জঙ্গিদের অর্থ সরবারহের অভিযোগে জম্মু কাশ্মীরের বার অ্যাসোসিয়েশনের সভাপতি মিয়ান আবদুল কায়ুমকে নোটিস পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। আগামী ৬ সেপ্টেম্বর মিয়ান আবদুল কায়ুমকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাকিস্তানি জঙ্গিদের অর্থ সরবারহের অভিযোগেই মিয়ান আবদুল কায়ুমকে নোটিস পাঠানো হয়েছে বলে খবর। যদিও এ বিষয়ে মুখে রা কাটেননি মিয়ান আবদুল কায়ুম।


 



এর আগে হুরিয়ত কনফারেন্স নেতা সৈয়দ আলি শাহ গিলানি সহ তাঁর জামাই এবং জম্মু কাশ্মীরের আরও বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করে পুলিস। ইতিমধ্যেই তাঁদের জেরা করে সামনে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য।


সূত্রের খবর, পাকিস্তানের একাধিক জঙ্গি গোষ্ঠীর অর্থ ভাণ্ডারে টান পড়লেই উপত্যকার হুরিয়ত সহ একাধিক বিচ্ছিন্নতাবাদী নেতার সঙ্গে যোগাযোগ করা হত। এবং, তাঁদের ভয় দেখিয়েই অর্থ সংগ্রহ করা হত বলে জেরায় স্বীকার করেছেন অভিযুক্তরা।