ওয়েব ডেস্ক: চলতি সপ্তাহে আরও একটা দিন উত্থান শেয়ার বাজারে। সবুজ নিশানে বন্ধ হল সেনসেক্স ও  নিফটি। তবে শুরুটা ‌‌যেভাবে হয়েছিল, সেই রেশ ধরে রাখতে পারেনি বাজার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিনের শেষে অবশ্য ৯ হাজারের মনস্তাত্বিক ঘরের উপরে থিতু হয়েছে নিফটি। মাত্র ৬.৮৫ পয়েন্ট উঠে ৯৯০৪.১৫ অঙ্কে বন্ধ হয়েছে। অন্যদিকে সেনসেক্স উঠেছে ২৪.৫৭ পয়েন্ট। শুরুর উত্থানের পর বাজার পড়তে থাকে। বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে নারাজ। তাঁরা শেয়ার বেচে লাভ ঘরে তুলছেন। তার ধাক্কায় বাজার পড়ে।


এদিন বাজারকে টেনে নামিয়েছে ব্যাঙ্কিং ও অটো স্টকগুলি। তবে বিনিয়োগকারীদের স্বস্তি দিয়েছে কোল ইন্ডিয়া ও ইনফোসিস। ইনফোসিস শেয়ার ‘বাই ব্যাক’ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে ইতিবাচক প্রভাব পড়েছে। তাদের শেয়ার দর বেড়েছে ৪.৫ শতাংশ।


আন্তর্জাতিক বাজারও উত্তর কোরিয়া ও মার্কিন ‌যুক্তরাষ্ট্রের বিবাদে দোলাচলে ভুগছে। সব মিলিয়ে আগামিদিনে কোন পথে চলবে বাজার, সে ব্যাপারে অনিশ্চিত বিশেষজ্ঞরা। 


আরও পড়ুন,সেভিংস অ্যাকাউন্টে সুদের হালচাল, দেখে নিন একনজরে