নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশের করোনা-পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে। ৩০ এপ্রিল পর্যন্ত সে রাজ্যের বেশ কয়েকটি শহরে লাগু থাকবে নাইট কার্ফু। যদিও সময়ের কিছু হেরফের থাকছে। নয়ডায় ১৭ এপ্রিল পর্যন্ত নাইট কার্ফু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনার (Covid-19) জেরে কানপুর ও লখনউয়ের মতো এবার বারাণসীতেও নাইট কার্ফু (Night curfew)। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৭ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে। রাত ৯টা থেকে নিষেধাজ্ঞা জারি হবে। সকালে ৬টা পর্যন্ত লাগু থাকবে কার্ফু। নয়ডায় নাইট কার্ফু রাত ১০টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত।


আরও পড়ুন: 'Covid পরিস্থিতিতে বাতিল হোক CBSE Board Exams 2021', সম্মতি লক্ষাধিক পরীক্ষার্থীর


নাইট কার্ফু জারি থাকা ছাড়াও চিকিৎসা, নার্সিং এবং প্যারা মেডিকেল সংস্থা বাদ দিয়ে সমস্ত সরকারি, বেসরকারি স্কুল-কলেজ বন্ধ থাকবে ৷ শুধু পরীক্ষার সময়ে ছাড় দেওয়া হয়েছে ৷ পার্ক, স্টেডিয়াম সকালে ও বিকেলে কিছু সময়ের জন্য খোলা থাকবে ৷


লখনউ , কানপুরের মতো বারাণসীতেও লাগাতার কয়েকশো মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ এই সমস্ত শহরে কড়া বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷


আরও পড়ুন: কাশী বিশ্বনাথ মন্দিরের ধ্বংসাবশেষ দিয়েই কি তৈরি সংলগ্ন মসজিদ, খোঁড়াখুঁড়ির অনুমতি ASI-কে