নিজস্ব প্রতিবেদন: মাঝারি পাল্লার অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সেরে ফেলল ভারত। এই প্রথম অগ্নি ২ এর পরীক্ষা করা হয় রাতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সড়ক সম্প্রসারণের জেরে বন্ধের মুখে রায়গঞ্জের ঐতিহ্যবাহী হাট, বিক্ষুব্ধ ব্যবসায়ীরা


প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে ওড়িশার আবুল কালাম দ্বীপ থেকে অগ্নি ২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়। ইতিমধ্যেই সেনাবাহিনীতে এই ক্ষেপণাস্ত্র অন্তর্ভূক্ত করা হয়েছে। তবে এই প্রথম রাতে পরীক্ষা করা হল এটির।


কতটা শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র? প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ২০ মিটার লম্বা এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০০ কিলোমিটার। অর্থাত্ চিন ও পাকিস্তানের মতো দেশও এর পাল্লায় এসে যাবে। ১০০০ কেজি ওজন বহন করতে পারবে এই ক্ষেপণাস্ত্র। বহন করতে পারবে পরমাণু অস্ত্রও।



আরও পড়ুন-বিজেপিকে জেতাতে প্রচার চালায় তৃণমূলের একাংশই, প্রকাশ্যে ‘গোষ্ঠীদ্বন্দ্বের’ অভিযোগ অনুব্রতর বৈঠকে


অগ্নি ২ ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে অ্যাডভান্সড সিস্টেম ল্যাবরেটরি, ডিআরডিও ও ভারত ডায়ানামিক লিমিটেড। অগ্নি সিরিজের আরও দুটি ক্ষেপণাস্ত্র রয়েছে। একটি অগ্নি ১। এর পাল্লা ৭০০ কিলোমিটার। অন্যটি ৩০০০ কিলোমিটার পাল্লার অগ্নি ৩।