নিজস্ব প্রতিবেদন: নির্ভয়াকাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত বিনয় শর্মার আবেদন খারিজ করে দিল দিল্লির আদালত। তিহাড় জেলের দেওয়ালে মাথা ঠুকে ক্ষতবিক্ষত হয় বিনয় শর্মা। তার পরেই তার আইনজীবী আদালতে আবেদন করেন, বিনয় মানসিকভাবে অসুস্থ । তার মানসিক ও শারীরিক চিকত্সার প্রয়োজন। শনিবার সেই আবেদন খারিজ করে দিল পাতিয়ালা হাউস কোর্ট আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিয়ে করলে তবেই জামিন, এই শর্তে মুক্তি পেল 'ধর্ষণকারী'


শুনানিতে আজ আদালতের পক্ষ থেকে বলা হয়, উদ্বেগ ও হতাশা ফাঁসির আসামীদের পক্ষে স্বাভাবিক। আসামীকে উপযুক্ত চিকিত্সা পরিষেবা দেওয়া হয়েছে।


এদিকে আসামীদের বিরুদ্ধে সরব হয়েছেন নির্ভয়ার মা। সংবাদমাধ্যমে তিনি বলেন, ফাঁসি পিছিয়ে দিতে এসব আসামীদের কৌশল। আদালতকে বিপথে চালিত করছে আসামীরা। ওদের হাতে আইনের আর কোনও রাস্তাই খোলা নেই। আশাকরি ৩ মার্চই ওদের ফাঁসি হবে।


আরও পড়ুন-বাড়িতেই নরবলির চেষ্টা, পরিবারের হাত থেকে পালিয়ে বাঁচল গৃহকর্তা 


উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি জেলের দেওয়ালে মাথা ঠোকে বিনয় শর্মা। আহত বিনয়কে হাসপাতালে ভর্তি করা হয়। এর পরই তার আইনজীবী আদালতে চিকিত্সার আবেদন করে। তার আইনজীবী এপি সিং আদালতে আবেদন করেন, বিনয় শর্মার ডান হাত ভেঙে গিয়েছে, মাথায় গভীর ক্ষত রয়েছে, মানসিকভাবে ও বিপর্যস্ত।  তাই ওর আশু চিকত্সার প্রয়োজন।