নিজস্ব প্রতিবেদন: ডোকা লা নিয়ে বিতর্কের মধ্যেই চিন সীমান্তে শক্তি প্রদর্শন করল ভারতীয় বায়ু সেনা। প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনের সামনেই মহড়া দিয়ে দেখাল সুখোই, সি সেভেনটিন গ্লোবমাস্টার, এমআই ১৭ হেলিকপ্টার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গগণশক্তি ২০১৮  নামে প্রতিরক্ষা মন্ত্রক যে প্রকল্প নিয়েছে এদিন চিন সীমান্তে তারই প্রদর্শনী হল। সকালে বায়ুসেনার বিশেষ বিমানে উজানি অসমের ছাবুয়াতে নামেন প্রতিরক্ষামন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে পৌঁছে যান অরুণাচলের পাসিঘাট যান।  



গগণশক্তি ২০১৮-র অংশ হিসাবে সুখোই ৩০ যুদ্ধ বিমান প্রতিরক্ষা মন্ত্রীর সামনে বোমা ফেলা-রকেট উত্ক্ষেপনের মতো কেরামতি করে দেখায়। পরীক্ষা করে দেখা হয় সি ১৩০ হারকিউলিস হেলিক্টপারের কার্যকারিতা। প্রতিরক্ষা মন্ত্রী জানান, এইমুহুর্তে বায়ুসেনা যথেষ্ট শক্তিশালী। প্রস্তুতিতে রীতিমতো খুশি তাঁরা। আরও পড়ুন- জোর করে ধর্মান্তর! পাকিস্তানে গিয়ে দ্বিতীয়বার বিয়ে ভারতীয় মহিলার