ভারতে অতিরিক্ত গণতন্ত্র, সাহসী সংস্কার মুশকিল: নীতি আয়োগের সিইও
একটি ম্যাগাজিনের ভার্চুয়াল অনুষ্ঠানে কান্ত বলেন,`প্রথমবার বিভিন্ন ক্ষেত্রে সাহসী সংস্কার করেছে কেন্দ্রীয় সরকার।
নিজস্ব প্রতিবেদন: ভারতে অতিরিক্ত গণতন্ত্র। সে কারণে সাহসী সংস্কার করা মুশকিল। কৃষি আইন নিয়ে কৃষক বিক্ষোভের মাঝে এমন অভিমত প্রকাশ করলেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত। তাঁর কথায়,''দেশকে প্রতিযোগিতামূলক করতে গেলে আরও সংস্কারের দরকার।''
একটি ম্যাগাজিনের ভার্চুয়াল অনুষ্ঠানে কান্ত বলেন,'প্রথমবার বিভিন্ন ক্ষেত্রে সাহসী সংস্কার করেছে কেন্দ্রীয় সরকার। খনি, কয়লা, শ্রম, কৃষিক্ষেত্রে সংস্কার হয়েছে। সংস্কারের পরের ধাপকে তরাণ্বিত করা উচিত রাজ্যগুলির।' নীতি আয়োগের সিইও-র মতে, 'ভারতে কঠিন সংস্কার করা খুব শক্ত। আমাদের এখানে মাত্রাতিরিক্ত গণতন্ত্র। এই ধরনের সংস্কার করতে গেলে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। এখনও আরও সংস্কার দরকার।'
সাহসী সংস্কার ছাড়া চিনের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে ওঠা সহজ নয় বলে মনে করেন অমিতাভ কান্ত। তাঁর সংযোজন, কঠিন সংস্কারে এই সরকার রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে। কৃষিক্ষেত্রে সংস্কার দরকার ছিল বলেও মনে করিয়ে দিয়েছেন কান্ত। তাঁর যুক্তি,'ন্যূনতম সহায়ক মূল্য থাকবে। মান্ডিও উঠে যাচ্ছে না। কৃষকদের পণ্য বিক্রির স্বাধীনতা থাকা উচিত।'
পরের ধাপের সংস্কার রাজ্যগুলিকে করতে হবে বলে জোর দিয়েছেন কান্ত। তাঁর ব্যাখ্যা, ১০-১২টি রাজ্যের আর্থিক বৃদ্ধি বাড়লে ভারতের উন্নতি না হওয়ার কারণ নেই। আমরা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলেছি, ডিসকমসকে বেসরকারি হাতে তুলে দিন। এতে প্রতিযোগিতা বাড়বে। সস্তায় বিদ্যুৎ মিলবে।
আরও পড়ুন- উপার্জনের দু'পয়সা তোলাবাজির দু'কোটির থেকে দামি: কমলেশ্বর; অনভিপ্রেত: রুদ্রনীল