ওয়েব ডেস্ক: গোটা দেশে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করানোর পক্ষে মত দিল নীতি আয়োগ। সম্প্রতি সরকারের উচ্চস্তরের এক সূত্র মারফত্ জানা গিয়েছে, ২০২৪ সাল থেকে লোকসভা ও বিধানসভাগুলির নির্বাচন একসঙ্গে করানোর পরিকল্পনা করা উচিত বলে জানিয়েছে তারা। সরকারি সূত্রের মতে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে দেশের সমস্ত বিধানসভা ও লোকসভা নির্বাচন হওয়া উচিত একসাথে। এর ফলে একদিকে যেমন সরকারের বিপুল খরচ বাঁচবে তেমনি ভোট প্রচারের জন্য কম সময়ের জন্য আটকে থাকবে উন্নয়নের কাজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০২৪ সালে লোকসভা ও বিধানসভা একসঙ্গে করানোর সম্মতি জানিয়েছে নীতি আয়োগ। ভোটগ্রহণ হতে পারে দুদফায়। সেজন্য বেশ কয়েকটি রাজ্যের বিধানসভাকে নির্দিষ্ট সময়ের আগেই ভঙ্গ করতে হবে। তেমন কিছু বিধানসভার মেয়াদ বৃদ্ধি করতে হবে হবে কেন্দ্রকে। 


তিন বছরের কর্মসূচি শীর্ষক এই রিপোর্ট অনুসারে প্রস্তাবের সাংবিধানিক ও নৈতিক খসড়া তৈরি ও একসঙ্গে নির্বাচন করানোর কর্মসূচি তৈরি প্রভৃতি কাজের জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়েছে নীতি আয়োগ। ২০১৮-র মার্চের মধ্যে শেষ করতে হবে এই কাজ।