ওয়েব ডেস্ক : বিহার রাজনীতিতে নাটকীয় মোড়! মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফের মসনদে ফিরতে চলছেন নীতীশ কুমার। তবে এবার আর লালু প্রসাদ যাদবের দল RJD-র সমর্থন নিয়ে নয়। বাইরে থেকে BJP-র সমর্থন নিয়েই তিনি ফের সরকার গড়়ার পথে। এমনটাই জানানো হয়েছে BJP-র পক্ষ থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- "খুনে অভিযুক্ত নীতীশ কুমার", বিস্ফোরক অভিযোগ লালু প্রসাদ যাদবের


সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠির কাছে নতুন সরকার গঠনের জন্য চিঠি পাঠিয়েছেন নীতীশ। এর আগে, বিহার BJP-র পক্ষ থেকে জানানো হয় সরকার গড়লে নীতীশ কুমারকে পূর্ণ সমর্থন দেবে তারা। আজ বিহারের BJP বিধায়কদের সঙ্গে বৈঠকের পর একথা ঘোষণা করেন সুশীল মোদী। নীতীশ কুমারের ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই বিহার BJP-র অবস্থানও স্পষ্ট করে দেন সুশীল মোদী। নীতিশের নেতৃত্বে পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়ে দেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন- নীতীশ কুমারের ইস্তফা 'বলিষ্ঠ পদক্ষেপ', টুইট প্রধানমন্ত্রী মোদীর