নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়ে নিভার। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার। তবে, চেন্নাই আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই নিভার শক্তি হারিয়ে 'সাইক্লোনিক স্টর্মে' পরিণত হবে। যদিও ভারী বৃষ্টি চলবেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিভার-এর জেরে তামিলনাড়ুতে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর মিলেছে। আহত আরও ৩ জন। আছড়ে পড়ার পর পণ্ডিচেরী ও তামিলনাড়ুর উপকূল এলাকার জনজীবন বিপর্যস্ত। উপড়ে পড়েছে অসংখ্য গাছ, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, বিঘ্নিত বিদ্যুৎ পরিষেবা, রেল চলাচল।


নিভার আছড়ে পড়ার আগে থেকেই অবশ্য তামিলনাড়ু-পণ্ডিচেরীতে শুরু হয়েছিল ভারী বৃষ্টি। সঙ্গে ঝড়। লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দুই রাজ্যের উপকূল এলাকা। ভেঙে পড়েছে বাড়িঘর। জনশূন্য রাস্তাঘাট। 


ঝড়ের প্রাবল্য কমতেই কাজে নেমে পড়েছে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রাথমিক ভাবে চলছে রাস্তা থেকে গাছ কেটে সরানোর কাজ। 


আরও পড়ুন:  'KYC' মানে 'know your constitution': সংবিধান দিবসে বললেন মোদী