ওয়েব ডেস্ক : GST চালু হলে কর কাঠামোয় বদল হবে না। ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কাও নেই। লোকসভায় আজ এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- GST-র কোপ পড়তে পারে আপনার বেতনেও!


তিনি বলেন, নয়া ব্যবস্থায় লোকসান হলে রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হবে। যে সব পণ্যে ২৮ শতাংশের বেশি কর নেওয়া হয়, তাতে একটি কমপেনসেশন সেস যুক্ত করা হয়েছে। এই সেসের টাকা যাবে ক্ষতিপূরণ তহবিলে। পান মশলা, তামাকজাত দ্রব্য, ঠাণ্ডা পানীয়, বিলাসবহুল গাড়ি সহ কয়েকটি পণ্যে এই সেস নেওয়া হবে। পাঁচ বছরের জন্য চালু থাকবে এই ব্যবস্থা। আজ GST সংক্রান্ত চারটি বিল পাস হয় লোকসভায়। তারপরই নিজের বক্তব্যে এই আশ্বাস দেন অর্থমন্ত্রী।