নিজস্ব প্রতিবেদন: মধ্যপ্রদেশে ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, কংগ্রেসের অভিযোগের সারবত্তা নেই। তবে ভোটার তালিকায় ছবি ছাপার ক্ষেত্রে কিছু ভুলত্রুটি হয়েছিল, সেগুলি ঠিক করা হচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মধ্যপ্রদেশে ভোটার তালিকায় ৬০ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে বলে গত রবিবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় কংগ্রেস। পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে তারা। বিষয়টি খতিয়ে দেখে নির্বাচন কমিশন কংগ্রেসের অভিযোগ খারিজ করে জানিয়েছে, অভিযোগে সারবত্তা নেই। ভোটারসংখ্যা বৃদ্ধি স্বাভাবিক।


ওদিকে নির্বাচন কমিশন ভুয়ো ভোটারের অভিযোগ খারিজ করতেই কংগ্রেসকে পালটা আক্রমণ করেছে বিজেপি। বিজেপির মধ্যপ্রদেশ রাজ্য সভাপতি রাকেশ সিং জানিয়েছেন, ইস্যু না থাকায় বিজেপির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে চলেছে কংগ্রেস।


মহারাষ্ট্রে টানা তিনদিন ধরে চলবে প্রবল বৃষ্টি, জারি চূড়ান্ত সতর্কতা


বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ তুলে গত রবিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, মধ্যপ্রদেশের জনসংখ্যা বেড়ে ছে ২৪ শতাংশ। অথচ ভোটার সংখ্যা বেড়েছে ৪০ শতাংশ।