ওয়েব ডেস্ক: নোট বাতিল নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্যে আবারও ধাক্কা খেল মোদী সরকার। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে ঠিক কত অঙ্কের কালো টাকা দেশের অর্থনীতি থেকে ধ্বংস করা গিয়েছে সে সংক্রান্ত কোনও 'তথ্য নেই' রিজার্ভ ব্যাঙ্কের কাছে, এমনটাই জানানো হল সংসদের অর্থনীতি বিষয়ক স্থায়ী কমিটিকে। পাশাপশি, ঠিক কত অঙ্কের কালো টাকা, নোট বাতিলের ফলে সাদা করা গিয়েছে সে তথ্যও দিতে পারেনি আরবিআই। এর আগে রিপোর্ট প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, ৯৯ শতাংশ বাতিল নোটই ফিরে এসেছে সরকারের ঘরে। ফলে তখনই প্রশ্ন উঠেছিল, যদি ৯৯ শতাংশ নোটই ফেরত আসে তাহলে আর কালো টাকা ধ্বংস হল কী করে? এবার সরাসরি এ সংক্রান্ত কোনও তথ্যই যে তাদের কাছে নেই তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিল আরবিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংসদীয় প্যানেলকে দেওয়া বিবৃতিতে শীর্ষ ব্যাঙ্কটি জানিয়েছে, এখনও পর্যন্ত করা হিসাব অনুযায়ী, নোট বাতিলের ফলে মোট ১৫ হাজার ২৮০ কোটি টাকা ফেরত এসেছে এবং নোট বাতিলের প্রক্রিয়া নিয়মিত বিরতিতে ঘটবে কি না সেবিষয়েও তাদের কাছে কোনও 'তথ্য নেই'। প্রসঙ্গত, নোট বাতিলের পর থেকেই বিরোধী দলগুলির বারংবার জানতে চায়, নোট বাতিলের ফলে ঠিক কত টাকা ফেরত এল। কারণ, নোট বাতিলের অন্যতম উদ্দেশ্য হিসাবে সরকার 'কালো টাকা'র বিরুদ্ধে লড়াইকে সামনে নিয়ে এসেছিল। এই আবহে গত সপ্তাহে রিপোর্ট পেশ করার পর এবার এই বিষয়ে সংসদীয় কমিটিকেও তাদের বক্তব্য জানিয়ে দিল আরবিআই। আর এই তথ্যই বিরোধী দলগুলির হাতে সরকারকে আক্রমণ করার অস্ত্র আরও তীক্ষ্ণ করল বলে মত ওয়াকিবহাল মহলের।


আরও পড়ুন- নতুন রূপে ফিরে আসতে পারে হাজার টাকার নোট