নাগপুর: এদেশে নাকি ধর্মীয় সংখ্যালঘুদের আসলে নাকি কোনও অস্তিত্বই নেই, ভারতে বসবাসকারী প্রত্যকেই নাকি সংস্কৃতি, জাতিগতভাবে এমনকি ডিএনএ অনুযায়ীও শুধুই হিন্দু। আজ এমনটাই আজগুবি দাবি করলেন বরিষ্ঠ আরএসএস নেতা দত্তাত্রেয় হোসাবালে।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি বলেছেন ''আপনারা কাদের সংখ্যালঘু বলতে চাইছেন? আমরা কাউকেই সংখ্যালঘু সম্প্রদায়ের মনে করি না। আমাদের দেশে আদতে কেউই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত নয়, তাই এদেশে সংখ্যালঘু কনসেপ্টের কোনও অস্তিত্বই নেই।''  


আরএসএস-এর মূল সিদ্ধান্তগ্রহণকারী কমিটি অখিল ভারতীয় প্রতিনিধি সভার গুপ্তবৈঠকে হোসাবেল মন্তব্য করেছেন ''মোহন ভগবতজি (আরএসএস প্রধান) অন্তত বিশবার বলেছেন এদেশে যারাই জন্মগ্রহণ করে তারা প্রত্যেকেই আসলে হিন্দু। কেউ মানতে চাক অথবা না চাক, ভারতের প্রত্যেকে সংস্কৃতি, জাতি এমনকি ডিএনএ-এর দিক থেকেও শুধুই হিন্দু।''


আরএসএএস-এর দরজা ধর্মীয় সংখ্যালঘুদের জন্য খুলে দেওয়া হবে কি না এই প্রশ্নের উত্তরে এমনটাই জবাব দিয়েছেন সঙ্ঘ পরিবারের যুগ্ম সম্পাদক হোসাবালে।


এখনও পর্যন্ত রাষ্ট্রিয় স্বয়ং সেবক সংগঠনে সরাসরি যোগ দিতে পারেন না মহিলারা। সেই প্রশ্নের জবাবে হোসাবালে জানিয়েছেন ''শাখাতে মহিলারা না থাকলেও অন্য সব ক্ষেত্রেই তাঁরা রয়েছেন। সেবা কাজে তাঁরা জড়িত, কেউ কেউ পূর্ণ সময়ের স্বেচ্ছাসেবিকাও। প্রতিনিধি সভাতেও বহু মহিলা রয়েছেন।''