কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই অনড় কৃষকেরা চান না `১৮` মাসে বছর
কেন্দ্রের মুখপাত্রের জন্য দীর্ঘ অপেক্ষায় বিরক্ত কৃষকনেতারা।
নিজস্ব প্রতিবেদন: মিলল না কোনও সমাধানসূত্র। অচলাবস্থা কাটল না কৃষি আন্দোলনের। এক হিসাবে ব্যর্থই হল বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ১১ দফার বৈঠক।
আগের বৈঠকে কেন্দ্রের তরফে বলা হয়েছিল, কৃষকেরা নতুন কৃষি আইন (Farm Laws) নিয়ে এখনই কেন এতটা রক্ষণশীল, তাঁরা আগে ১৮ মাস দেখুন, এই আইন থেকে তাঁদের কী লাভ-ক্ষতি হয়, তার পর না হয় তাঁরা এ নিয়ে তাঁদের সিদ্ধান্ত জানাবেন। তখন ভেবে দেখবে কেন্দ্র।
কিন্তু কেন্দ্রের এই প্রস্তাবে মোটেই রাজি হননি আন্দোলনরত কৃষকেরা (Farmers Protest)। তাঁরা কৃষি আইন নিয়ে এই '১৮' মাসে বছর একেবারেই চান না। এখনও তাঁরা ওই তিন আইন প্রত্যাহারের দাবিতেই অনড়।
আজকের বৈঠক নিয়ে খুবই ক্ষুব্ধ কৃষক সংগঠনের নেতারা। তাঁদের অভিযোগ, মন্ত্রীর জন্য প্রায় সাড়ে তিন ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়েছে তাঁদের। মন্ত্রী এসে মাত্র আধধণ্টা তাঁদের সঙ্গে কথা বলেছেন। তিনি এসে সরকারের প্রস্তাবই নতুন করে ভেবে দেখার কথা বলেছেন কৃষকদের। যা নিয়ে মোটেই খুশি নন তাঁরা।
Also Read: আত্মনির্ভর ভারত গড়তে নেতাজির আদর্শ আমাদের উদ্বুদ্ধ করুক, রাজ্যে আসার আগে টুইট প্রধানমন্ত্রীর