নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরের মানুষ কী চান তা বুঝতে গণভোট নেওয়া হোক। এমনটাই দাবি কাশ্মীরিদের একাংশের।  সেই দাবিকেই উড়িয়ে দিলেন পিডিপি নেতা ও পদ্মভূষণ সম্মানে সম্মানিত মুজাফফর হুসেন বেগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-জাতীয় সংগীত গাওয়াতে গিয়ে খুন হতে বসেছিলেন, আজ পদ্মশ্রীতে সম্মানিত  কলকাতার শিক্ষক মাসুম আখতার


শনিবার পদ্মসম্মান প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। তার পরেই সংবাদমাধ্যমের কাছে অনেক বিষয় নিয়েই কথা বলেন বেগ।  কাশ্মীর নিয়ে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের গণভোট হতেই পারে না। ইমরান খান ও ডোনাল্ড ট্রাম্প দুজনেই কাশ্মীরের স্বশাসন চান। অর্থাত্ একটা বিষয় স্পষ্ট যে দুজনেই স্বীকার করে নিচ্ছেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্দ অংশ। ভারতের সংবিধান যে অধিকার দিয়েছে সেটাই পাবে কাশ্মীর।



উল্লেখ্য, পিপিলস ডেমোক্রেটিক পার্টির সহ-প্রতিষ্ঠাতা মুজাফফর হুসেন বেগকে এবার পদ্মভূষণ সম্মান দিয়েছে সরকার। কাশ্মীরে সমাজ জীবনে বিশেষ অবদানের জন্য তাঁকে ওই সম্মান দেওয়া হয়। তাঁর সঙ্গে এবছরে দেশের আরও ১৬ বিশিষ্ট ব্যক্তিও ওই সম্মান পেয়েছেন।


আরও পড়ুন-ঘরে ঢুকে মা-কে বেধড়ক মারধর, দু-মাসের কন্যাসন্তানকে তুলে নিয়ে গেল দুষ্কৃতী


গত ৫ অগাস্ট কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করা হয়। উপত্যকার অধিকাংশ নেতাকেই গৃহবন্দি করে প্রশাসন। কিন্তু মুজাফফর হুসেন বেগের মতো কিছু নেতাকে বন্দি করা হয়নি।