উত্তর ভারতে নাকি নুন নেই! হঠাত্ ছড়াল গুজব
নোটের জ্বালায় জ্বলছেন দেশবাসী। তার মধ্যেই ছড়াল নুনের গুজব। শুক্রবার রাতে, উত্তর ভারত জুড়ে হঠাত্ই ছড়িয়ে পড়ে নুন সঙ্কটের আশঙ্কা। দোকানে দোকানে হুড়োহুড়ি পড়ে যায়। হুহু করে বেড়ে যায় নুনের দাম। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ওয়েব ডেস্ক: নোটের জ্বালায় জ্বলছেন দেশবাসী। তার মধ্যেই ছড়াল নুনের গুজব। শুক্রবার রাতে, উত্তর ভারত জুড়ে হঠাত্ই ছড়িয়ে পড়ে নুন সঙ্কটের আশঙ্কা। দোকানে দোকানে হুড়োহুড়ি পড়ে যায়। হুহু করে বেড়ে যায় নুনের দাম। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নোটের কাটা ঘায়ে নুনের ছিটে। উত্তর ভারতে নাকি নুন নেই। হঠাত্ ছড়াল গুজব। নোট বাতিলে নাকি বন্ধ হয়ে গেছে নুনের উত্পাদন। দিল্লি ও উত্তরপ্রদেশে নুনের স্টক প্রায় শূন্য। ব্যস। আশঙ্কার আগুনে ঘি পড়ল। নুন মজুত করতে দোকানে ছুটলেন হাজার হাজার মানুষ। মধ্যরাতে রাজধানীতে বেনজির ভোগান্তি।
আরও পড়ুন রিলায়েন্স জিও-র নতুন চমকদার অফার
চাহিদা হঠাত্ বেড়ে যাওয়ায় হুহু করে বেড়ে যায় নুনের দাম। পঁচিশ টাকা প্যাকেট নুনের দাম পৌছয় কেজি প্রতি আড়াইশো টাকায়। উত্তর প্রদেশের দোকানে দোকানে নুন বিকোয় কেজি প্রতি তিনশো টাকায়। কানপুরে নুনের দোকানে ধাক্কাধাক্কিতে নালায় পড়ে মৃত্যু হয় এক মহিলার।
কেন্দ্র, দিল্লি ও উত্তরপ্রদেশ। নুনের গুজব কাঁপিয়ে দেয় তিন সরকারকেও। নুনের যোগান বা মজুতে কোনও কমতি নেই। জানিয়ে দেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান। তাহলে গুজব ছড়াল কেন? কেন্দ্র মনে করছে, অতিলোভী, অসাধু কিছু ব্যবসায়ীই ঝোঁপ বুঝে কোপ মারতে এই কাণ্ড ঘটিয়েছে। কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান।
আরও পড়ুন এখনই বিয়ে করতে চান না প্রিয়াঙ্কা! জানেন কেন?
মন্ত্রীর বক্তব্য, নুনের সঙ্কট বা মূল্যবৃদ্ধি নিয়ে কেউ গুজব ছড়ালে কিংবা নুন বেশি দামে বিক্রি করলে, অবিলম্বে কড়া ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে। দেশে কোথাও কোনও নুনের ঘাটতি নেই এবং দামও বাড়েনি। দেশবাসীর কাছে অনুরোধ যেন গুজবে কেউ কান না দেন।
উত্তরপ্রদেশেও নুনের স্টক পর্যাপ্ত। যোগানেও ঘাটতি নেই। জানিয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। গুজবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। নুনের গুজব নিয়ে কড়া বার্তা দেয় দিল্লি সরকারও। অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন দিল্লির খাদ্যমন্ত্রী।
গুজব ছড়াল কে? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর এখন সেই ব্যক্তিকেই খুঁজছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে একটি হোয়াটস অ্যাপ মেসেজ থেকেই নাকি ছড়িয়ে পড়ে বিভ্রান্তি।