নিজস্ব প্রতিবেদন: এনআরসি এবং সিএএ নিয়ে দেশ জোড়া বিক্ষোভ কিছুটা স্তিমিত হতেই এবার প্রতি আক্রমণে মরিয়া বিজেপি। আগেই ঠিক হয়েছিল দেশব্যাপী ২৫০টি সাংবাদিক বৈঠক করবেন বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার সেই পাল্টা প্রচারের রূপরেখা তৈরি করতেই নয়া দিল্লিতে দলের সদর দফতরে উচ্চপর্যায়ের বৈঠক করলেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, এন আর সি নিয়ে কিছুটা কৌশলী অবস্থান নিয়ে এগোতে চাইছেন বিজেপি শীর্ষ নেতারা। ফলত মানুষের কাছে গিয়ে বক্তব্য কি হবে তা-ই পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিলেন নাড্ডা। জানিয়ে দিলেন, এনআরসি নিয়ে সরকারের অভ্যন্তরে এখনও কোনও আলোচনা হয়নি। এ কথাই বোঝাতে হবে মানুষকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংসদে দাঁড়িয়ে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, দেশজুড়ে এনআরসি হবে। কিন্তু লাগাতার বিক্ষোভের পর রবিবার দিল্লির রামলীলা ময়দানে সম্পূর্ণ উলট পুরাণ শোনান প্রধানমন্ত্রী মোদী। বলেন, এনআরসি কোনও আলোচনাই শুরু হয়নি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, চাপের মুখে ঢোক গিলতে বাধ্য হচ্ছে সরকার। কিন্তু সেই ছবি যাতে জনসমক্ষে প্রাধান্য না পায় তা নিশ্চিত করতে প্রতি আক্রমণকেই সময়োপযোগী রক্ষণ বলে মনে করছেন নেতৃত্ব।


আরও পড়ুন- কুসংস্কারের শিকার, সূর্যগ্রহণের সময় মাটিতে পুঁতে রাখা হল এক শিশুকে



আর সে কারণেই এদিন পার্টির সংগঠনের দায়িত্বপ্রাপ্ত বি এল সন্তোষ, কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি, কিরণ রিজিজু, অনুরাগ ঠাকুর, অর্জুন রাম মেঘওয়াল, গজেন্দ্র সিংহ শেখাওয়াত, প্রহ্লাদ প্যাটেল এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন নাড্ডা।