ওয়েব ডেস্ক : লোক জনশক্তি পার্টি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান এবার বিরোধীদের একহাত নিলেন। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে একজোট হওয়ার প্রচেষ্টা নিয়ে এবার কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, ''২০২৪ সালের আগে দেশে প্রধানমন্ত্রীর পদ খালি নেই।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মোদীকে 'মন কি বাত' ছেড়ে 'বন্দুকে'র ভাষায় কথা বলার ডাক উদ্ধবের


২০১৯ সালে লোকসভা নির্বাচন। আর তার আগে নীতিশ কুমার, মুলায়ম সিং যাদব, লালু প্রদাস যাদবরা একজোট হওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক ভাবে নরেন্দ্র মোদী সরকারকে চাপে ফেলার চেষ্টায় এখন তারা মহাজোটের পক্ষে কাজ করে চলেছে বলে ধারণা রাজনৈতিক মহলের। এই প্রসঙ্গে রাম বিলাস পাসোয়ানের দাবি, ২০১৯-তো নয়ই, ২০২৪-এর নির্বাচনের আগে কোনও পরিস্থিতিতেই নরেন্দ্র মোদীকে সরানো যাবে না।


দিন কয়েক আগে লোক জনশক্তি পার্টির বার্ষিক সাধারণ সভা হয়ে গেল দাদরা ও নগর হাভেলিতে। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ''কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার মানুষের জন্য কাজ করছে। তাই তাঁকে ক্ষমতা থেকে সরানো সহজ নয়।''