ওয়েব ডেস্ক : বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সাধারণ মানুষ থেকে সোশ্যাল মিডিয়ায় এর বিরুদ্ধে বারবার প্রতিবাদের ঝড় উঠলেও, বন্ধ হয়নি এই অসামাজিক প্রথা। এবার তাই এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াল রাজস্থানে বিয়ে বাড়িতে তাঁবু ভাড়া দেওয়া সংস্থাগুলি।


টেন্ট ডিলার ওয়েলফেয়ার সমিতির ব্যানারে রয়েছে রাজ্যের ৯ হাজার তাঁবু সরবরাহকারী। সম্মিলিতভাবে তাঁরা রাজ্যজুড়ে বাল্যবিবাহ প্রথা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই কাজও শুরু করেছেন তাঁরা। বিয়ে বাড়ির জন্য তাঁবু ভাড়া দেওয়ার আগে নিয়ম করে দেখে নেওয়া হচ্ছে পাত্র-পাত্রীর জন্ম তারিখ। দেখে নেওয়া হচ্ছে স্কুলের সার্টিফিকেটও। আর এভাবেই গত ২ বছরে আটকানো গেছে প্রায় ৮০টি বাল্যবিবাহের ঘটনা।