নিজস্ব প্রতিবেদন: ভরদুপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড নয়ডার একটি হাসপাতালে। তৃতীয় ও চতুর্থ তলের ওই অগ্নিকাণ্ডে হাসপাতাল ভবনের মধ্যে আটকে পড়েন বেশ কয়েকজন মানুষ। এদের সংখ্যা কমপক্ষে ২০ জন। অনেক দড়ি ধরে নীচে নমে আসেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কেষ্টর গড়ে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির চাল


উল্লেখ্য, এদিন নয়ডার সেক্টর ১২ মেট্রো হাসপাতালে আগুন লেগে যায়। ধোঁয়ায় ভরে যায় গোটা হাসাপাতাল। তড়িঘড়ি বিভিন্ন তল থেকে রোগীদের নীচে নামিয়ে আনা হয়। অনেকে দড়ি ধরে নীচে নামেন। আহত রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানিয়েছেন, হাসপাতালের চেয়ারম্যান ডা পুরুষোত্তম লাল।



আরও পড়ুন-চিটফান্ড তদন্তে সিবিআই-এর আরও একটি স্পেশ্যাল টিম,আগামিকাল পা রাখছে কলকাতায়


আগুনের খবর পেয়েই সেখানে গিয়ে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। তবে রোগীদের নীচে নামিয়ে আনতে হাসাপা়তালের কর্মীরা বিশেষ সক্রিয় ভূমিকা নেন। বাকীদের উদ্ধার করেন দমকল কর্মীরা। অনেকে আবার জানলা দিয়ে নীচে লাফ দেওয়ার চেষ্টা করেন। এবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আগুনও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে।