ওয়েব ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের প্যারেড ষষ্ঠ সারিতে বসে দেখলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলের জন্য প্রজাতন্ত্র দিবসে রাজপথে আসন বণ্টন নিয়ে বৃহস্পতিবার তুমুল শোরগোল শুরু হয়েছিল। কংগ্রেসের অভিযোগ ছিল, রাহুলকে ডেকে অপমান করছে মোদী সরকার। তাই তাঁকে চতুর্থ সারিতে আসন বরাদ্দ করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - প্রজাতন্ত্র দিবসে 'তেরঙ্গা বাইক মিছিল'-এ হামলা, সাম্প্রদায়িক হিংসায় উত্তর প্রদেশে মৃত ১
যদিও এদিন দেখা যায় ষষ্ঠ সারিতে বসেছেন রাহুল। নেতা-মন্ত্রীদের থেকে বেশ কিছুটা পিছনে দর্শকদের কাছাকাছি এই সারি। এদিন তাঁর পাশে বসে প্যারেড দেখেন রাজ্যসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ। 
যদিও এসব বিতর্কে কান দিতে নারাজ রাহুল এদিন বলেন, 'কোথায় বসতে দেওয়া হল এসব নিয়ে মাথাই ঘামাচ্ছি না।'


 



তবে রাহুল ষষ্ঠ সারিতে বসায় দর্শকদের একাংশের প্যারেড দেখতে বেশ সমস্যা হয়। কারণ রাহুলকে ঘিরে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরা।