জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  মধ্যপ্রদেশের ইন্দোরে বেতন না মেলায় এবং অন্যকোনও প্রতিষ্ঠানে স্থানান্তরের সময় নাকাল হওয়ার প্রতিবাদে এক বেসরকারি কারখানার সাতজন কর্মচারী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরদেশিপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় ​​সিং কুশওয়াহারা বলেন, তারা সকলেই বিষাক্ত জিনিস খায় এবং পরে এমওয়াই সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত তারা প্রত্যেকেই বিপদ্মুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কারখানার কর্মচারী অনিল নিগম জানান, বেতন ছাড়া খরচ চালাতে পারছিলেন না তিনি। তাই বাধ্য হয়ে বিষ খেয়েছেন। তিনি আরও বলেন, "দুদিন আগে আমার মালিক সাতজন শ্রমিককে চাকরি থেকে সরিয়ে দিয়েছেন। টাকা ছাড়া বাড়ি চালাতে সমস্যা হচ্ছিল। ভীষণ ঝামেলার মধ্যে ছিলাম। তাই সামলাতে না পেরে কারখানার সামনে বিষ খেয়েছি।"


আরও পড়ুন, INS Vikrant: ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী বিক্রান্তকে নৌবাহিনীর হাতে তুলে দেবেন মোদী


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)