ওয়েব ডেস্ক : ATM থেকে টাকার বদলে দুধ বেরোচ্ছে, এরকম কি কখনও শুনেছেন? এবার এটাই হতে চলেছে। 'ATM' থেকে টাকা নয়, বেরোতে চলেছে মায়ের দুধ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সদ্যোজাত ও প্রিম্যাচিওর বেবির ক্ষেত্রে প্রয়োজনীয় পুষ্টিতে যাতে ঘাটতি না পড়ে, সেকারণেই এই উদ্যোগ নিয়েছে পুদুচেরীর জহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ। হাসপাতালে তারা একটি মিল্ক ব্যাঙ্ক তৈরি করেছে। যার নাম দিয়েছে 'আমুধাম থাইপ্পাল মাইয়াম' বা সংক্ষেপে 'ATM'।



এই ব্যাঙ্কের মাধ্যমে শুধুমাত্র স্তন্যদুগ্ধ সংরক্ষণই নয়। সদ্য প্রসূতিদের মধ্যে স্তন্যপান সম্বন্ধে প্রয়োজনীয় শিক্ষা ও সচেতনতারও প্রসার ঘটানো হবে। JIPMER-এর নির্দেশেক এস সি পারিজা জানিয়েছেন, প্রতি মাসে সেখানে ১৫০০ বাচ্চার জন্ম হয়। যার মধ্যে ৩০ শতাংশ বাচ্চাই হয় হয় অপুষ্টিতে ভুগছে, নয়তো প্রিম্যাচিওর। আর তাই তাদের এই উদ্যোগ।


আরও পড়ুন, কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন!