কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন!

আচ্ছা ATM থেকে আপনি কীভাবে টাকা তোলেন? সবাই একবাক্যে বলবেন, কার্ড সোয়াইপ করে। একদম ঠিক। কোনও ভুল নেই এতে। কিন্ত, জানেন কি? এভাবেও ATM থেকে টাকা বেরোতে পারে!

Updated By: Jul 15, 2016, 01:46 PM IST
কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন!

ওয়েব ডেস্ক : আচ্ছা ATM থেকে আপনি কীভাবে টাকা তোলেন? সবাই একবাক্যে বলবেন, কার্ড সোয়াইপ করে। একদম ঠিক। কোনও ভুল নেই এতে। কিন্ত, জানেন কি? এভাবেও ATM থেকে টাকা বেরোতে পারে!

কীভাবে? শুধু তাকিয়ে... হ্যাঁ, শুধু তাকিয়ে থাকলেই এবার ATM থেকে টাকা বেরিয়ে আপনার হাতে চলে আসবে। ব্যাপারটা আশ্চর্যের মনে হলেও এটাই সত্যি। আগামী কয়েকমাসের মধ্যেই এভাবে ATM থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা।

ব্যাপারটা আসলে কিছুই না। ATM মেশিনের বায়োমেট্রিক আই-পিস আপনার চোখের মণিকে স্ক্যান করে নেবে। তারপর আপনি যদি সেই নির্দিষ্ট ব্যক্তি হন, তখন আপনার কাছে টাকা বেরিয়ে আসবে। ফলে আর কোনও কার্ড বা পিনের প্রয়োজন পড়বে না।

প্রাথমিকভাবে চেন্নাইয়ে গ্রাহকদের জন্য এধরনের ATM  পরিষেবা চালু করতে চলেছে একটি প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক। পরবর্তীতে দেশের অন্যত্রও এই পরিষেবা চালু হবে।

.