ওয়েব ডেস্ক: রাজ্যসভায় সব থেকে বড় দলের তকমা হারাল জাতীয় কংগ্রেস। এক আসন বেশি নিয়ে এখন রাজ্যসভায় সব থেকে বড় দলে ভারতীয় জনতা পার্টিই। সংসদের উচ্চ কক্ষে এখন বিজেপির সদস্য সংখ্যা ৫৮, কংগ্রেসের ৫৭। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় আদিবাসী নেত্রী এস উইকেকে প্রার্থী করে এবং জিতিয়েও নিয়ে আসে। বৃহস্পতিবার সাংসদ হিসেবে শপথও নেন আদিবাসী নেত্রী এস উইকে। আর এই বিজেপি নেত্রীর শপথ গ্রহণের মাধ্যমেই সংসদের উচ্চকক্ষে সংখ্যা গড়িষ্ঠতা লাভ করে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। উল্লেখ্য, ২০১৪ সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই গোটা দেশে 'গেরুয়া শাসন' কায়েম করার পথে একটু একটু করে এগিয়েছে তারা। এখন দেশের সংখ্যা গরিষ্ঠ রাজ্যেই ক্ষমতার ব্যাটন বিজেপির হাতেই। কোনও কোনও রাজ্যে শরীক দলগুলোর সঙ্গে জোট বেঁধে সরকারে আছে বিজেপি। সম্প্রতিকালে নীতিশ কুমারের জেডিইউয়ের সঙ্গে গাটবন্ধন হয়েছে বিজেপির। যার ফলে বিজেপি বিরোধী ঐক্যে চির যেমন ধরেছে তেমনই বিহারের সরকারে ঢুকেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে রাজ্যসভাতেও আরও মজবুত অবস্থানে পৌঁছাতে পেরেছে এনডিএ।