ওয়েব ডেস্ক: লোকসভার শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনেই সপাটে ব্যাট চালাতে শুরু করলেন রাজ্যসভার সিপিআই(এম) সাংসদ তথা  ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। 'নোট ব্যান' ইস্যুতে কথা বলতে শুরু করার প্রথমেই সীতারাম ইয়েচুরি বলেন, 'প্রধানমন্ত্রী আর জয় হিন্দের নাড়া লাগান না, এখন তিনি বলেন জিও হিন্দ' (#JioHind)। এরপরই সীতারাম সোজাসুজি সরকারের নোট ব্যান ইস্যুকে আক্রমণ করতে শুরু করেন। তিনি বলেন, "৫০০ আর হাজার টাকার নোট বাতিল করলেই কী দুর্নীতি বন্ধ হবে? ২০০০ টাকার নোটে দূর্ণীতি আরও দ্বিগুণ হবে"।  আরও পড়ুন- প্রধানমন্ত্রী, আপনি বলুন, কে আপনাকে খুন করতে চায়? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING