নিজস্ব প্রতিবেদন: রেল যাত্রীদের জন্য সুখবর। পকেটে টাকা না থাকলেও এবার কাটা যাবে রেল টিকিট। এর ফলে আপনার পরিকল্পনা ভেস্তে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টাকার সমস্যা সামাল দিতে রেল আনছে Buy Now Pay Later সুবিধে। তত্কাল বুকিং  ও সিট রিজার্ভ করা যাবে এই ব্যবস্থার মাধ্যমে। এই কাজে আইআরসিটিসিকে সাহায্য করছে মুম্বইয়ের সংস্থা ePayLater. 


Buy Now Pay Later


## টাকা না থাকলেও টিকিট কিনতে পারবেন।


##  টিকিটের ওই টাকা মেটাতে হবে ১৪ দিনের  মধ্যে।


## পেমেন্ট গেটওয়ে ফেল করার কোনও সম্ভাবনা নেই।


## ePayLater এর দাবি, রোজ ৬ লাখ টিকিট বুক হয় অনলাইনে। এর মধ্যে আগামী ৬ মাসে ৫ শতাংশ দখল করে নেবে 'বাই নাউ পে লেটার' ফেসিলিটি।


##  আধার ও প্যান নম্বর দিয়ে এই সুয়োগ পাওয়া যাবে। 


##  টিকিটের দাম ইএমআইয়েও দেওয়া য়াবে।


##  ১৪-২০ দিনের মধ্যে দাম মেটাতে হবে।
 
Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)