নিজস্ব প্রতিবেদন: NRC ইসুতে প্রতিনিদলের সফরকে কেন্দ্র করে আরও চরমে পৌঁছল অসম-পশ্চিমবঙ্গ বিবাদ। শিলচর বিমানবন্দরে বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে তৃণমূল প্রতিনিধিদলের সদস্যদের বিরুদ্ধে কাছাড় জেলার উদরবন্দ থানায় অভিযোগ দায়ের করলেন এক মহিলা পুলিসকর্মী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার তৃণমূল প্রতিনিদলের ৮ সদস্যের বিরুদ্ধে ২টি এফআইআর দায়ের হয়েছে। একটি অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় প্রতিনিদলের সদস্যদের অভিযুক্ত করেছে অসম প্রশাসন। 


অন্য অভিযোগটি করেছেন পুলিসকর্মী রুবি দাস। তাঁর অভিযোগে মূল অভিযুক্ত তৃণমূল বিধায়ক মহুয়া মিত্র। অভিযোগ, রুবি দাসকে মারধর করে আহত করেছেন মহুয়া। এই অভিযোগের ভিত্তিতে ৩২৩ ও ৩৩৮ ধারায় মামলা দায়ের করেছে পুলিস।


অসমে NRC বিতর্কের মধ্যেই গত ২ অগাস্ট শিলচরে যায় তৃণমূলের প্রতিনিধিদল। শিলচর বিমানবন্দরেই তাঁদের আটকায় অসম প্রশাসন। গ্রেফতার করে আটকে রাখা হয় বিমানবন্দরে। প্রতিনিধিদলে ছিলেন তৃণমূলের ৪ সাংসদ ও ২ বিধায়ক। তৃণমূলের অভিযোগ, বিমানবন্দরে তাঁদের শারীরিক হেনস্থা করে অসম পুলিস। এই অভিযোগে ইতিমধ্যে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের বিরুদ্ধে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল।