নিজস্ব প্রতিবেদন: দলের নেতৃত্ব যাই বলুক না কেন, NRC-নিয়ে আর এগোতে রাজি নয় কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির। তিনি বলেন, আপাতত অসমের বাইরে কোথাও NRC প্রয়োগের পরিকল্পনা নেই সরকারের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এক প্রশ্নের জবাবে আহির লিখিত জবাবে জানিয়েছেন, 'বর্তমানে অসম ছাড়া অন্য কোনও রাজ্যে NRC প্রয়োগের ভাবনা নেই কেন্দ্রের।' 


রথযাত্রা নিয়ে লালবাজারে বিজেপির সঙ্গে বৈঠকের ভিডিও বুধবার জমা দিতে হবে রাজ্যকে: হাইকোর্ট


প্রসঙ্গত মঙ্গলবারই আন্তর্জাতিক উদ্বাস্তু দিবস। গোটা বিশ্বে উদ্বাস্তুদের অধিকার সুরক্ষিত করতে এদিন নানা অনুষ্ঠানের আয়োজন হয়। এদিন সকালে এক টুইটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'সবাইকে আশ্রয় দিতে তৈরি বাংলা।' সেদিনই কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করলেন, দলের নেতারা যাই বলুন না কেন, পশ্চিমবঙ্গে-সহ অন্য কোনও রাজ্যে NRC প্রয়োগের ভাবনা নেই কেন্দ্রের। 



গত জুলাইয়ে অসমে NRC-র চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়। তাতে দেখা যায় প্রায় ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। মোট ৩.২৯ কোটির মধ্যে ২.৮৯ কোটি মানুষের নাম ওঠে তালিকায়। বিরোধীদের অভিযোগ, মুসলিমদের দেশছাড়া করতে অসমে এই পন্থা নিয়েছে বিজেপি সরকার। অভিযোগ যদিও অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, যোগ্য নাগরিকদের চিহ্নিত করতেই এই উদ্যোগ।