JEE Main result: শতকরা ১০০ পেয়ে প্রথম স্থানে ছয়
এবছর ১৩ টি ভাষায় JEE-Main সম্পন্ন হয়েছে। পরীক্ষা হওয়ার ১০ দিনের মাথায় ফল প্রকাশ করল National Testing Agency।
নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত হল JEE-Main result। ফেব্রুয়ারি সেশনে ১০০ পার্সেন্টাইল পেয়েছে উত্তীর্ণ ৬ ছাত্র। পরীক্ষার্থীরা তাদের প্রাপ্য নম্বর দেখতে পাবেন।
এবছর ১৩ টি ভাষায় JEE-Main সম্পন্ন হয়েছে। পরীক্ষা হওয়ার ১০ দিনের মাথায় ফল প্রকাশ করল National Testing Agency।
রাজস্থান থেকে সাকেত জাহা, সিলেক্ট কাতারিয়া এবং দিল্লি থেকে রঞ্জিম প্রবাল দাস, চন্ডিগড় থেকে গুরমিতর সিং, মহারাষ্ট্র থেকে সিদ্ধান্ত মুখার্জি এবং গুজরাটের আনান্ত কৃষ্ণ কিদাম্বি ১০০ পার্সেন্টাইল পেয়ে প্রথম স্থান অধিকার করেছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, এবছর মোট ৬,৬১,৭৭৬ জন পরীক্ষার্থী এবার JEE Main পরীক্ষায় বসেছিলেন। কঠোর করোনা সতর্কতার মধ্যে এবছর ২৩ ও ২৬ ফেব্রুয়ারি ওই পরীক্ষা নেওয়া হয়।
কীভাবে ফলাফল জানা যাবে
পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন এনটিএস ওয়েবসাইট jeemain.nta.nic.in থেকে।
ওই সাইটে গিয়ে ক্লিক করতে হবে 'JEE Main 2021 Result' লিঙ্কে।
দিতে হবে অ্যাপ্লিকেশন নম্বর ও অন্যান্য বিস্তারিত তথ্য।
ওইসব তথ্য দিলেই দেখা যাবে ফলাফল। সেটি ডাউনলোড করা যাবে, প্রিন্টও নেওয়া যাবে।