নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের পাম্পোরে এক অফ ডিউডি পুলিস কর্মীকে খুন করল জঙ্গিরা। নিহতের নাম ফারুক আহমেদ মীর। তিনি জম্মু-কাশ্মীর পুলিসে সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। 


পুলিসের অনুমান, বাড়ি থেকে ওই পুলিস কর্মীকে অপহরণ করা হয়। এরপর কাছের মাঠে তাঁকে খুন করে জঙ্গিরা। কাশ্মীর জোন পুলিস জানিয়েছে, চাষের কাছে ক্ষেতে গিয়েছিলেন। সেখানেই তাঁকে হত্যা করা হয়েছে।