ওয়েব ডেস্ক: দেশ ছেড়ে ভারতে এসে ঘর বেধেছিলেন। কিন্তু পণের মত কুপ্রথার শিকার হয়ে এখন নিজের ঘর থেকেই বিতাড়িত তিনি। প্রতিবাদে শ্বশুরবাড়ির সামনে মেয়ে কোলে ধরনায় বসেছেন রুশ তরুণী ওলগা ফিমেনকভ। ওলগা ফিমেনকভ। জন্মসূত্রে রুশ, তবে বহুদিন ধরে এদেশে।  ঘর বেঁধেছিলেন আগ্রার বাসিন্দা বিক্রান্ত চাণ্ডেলের সঙ্গে। কিন্তু এখন সেই ঘর থেকেই বিতাড়িত রুশ তরুণী। পণ না দেওয়ায় তাড়িয়ে দিয়েছেন শাশুড়ি। প্রতিবাদে বাড়ির সামনে ছোট্ট মেয়েকে নিয়ে ধরনায় বসেছেন ওলগা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন হিজবুল 'পোস্টার বয়' বুরহান হত্যায় অশান্ত কাশ্মীর, মৃত ১১, আহত ১২০ জন


ওলগার ওপর অত্যাচারের অভিযোগ মেনে নিয়েছেন তাঁর স্বামীও। স্থানীয় পুলিস থেকে রুশ দুতাবাসে ছোটাছুটিও করেছেন। তবে অনড় শাশুমা। সব অভিযোগ উড়িয়ে তিনি পাল্টা তোপ দেগেছেন ছেলে-বউমার বিরুদ্ধেই। গোয়ায় ব্যবসা গুটিয়ে আগ্রায় ফেরার পর থেকেই ওলগার দুঃস্বপ্নের শুরু। তবে দমে যাননি রুশ তরুণী। বাড়ির ঢুকতে না পারা পর্যন্ত মেয়ে কোলে ধরনা চালিয়ে যাবে, স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওলগা।


আরও পড়ুন  সলমন এবং আমির খানকে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রশ্ন