ওয়েব ডেস্ক: চুক্তিতত্ত্ব নিয়ে গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল পেলেন অলিভার হার্ট ও বেঙ্গট হলমস্ট্রম। উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানের চুক্তির শর্ত কী হওয়া উচিত, মূলত তা নিয়ে গবেষণার জন্যই যৌথভাবে নোবেল দেওয়া হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির এই দুই অর্থনীতিবিদকে। কাজের মানের ভিত্তিতে বেতন, সংস্থার দেওয়া বিমা সহ একটি চুক্তির বিভিন্ন দিক উঠে এসেছে অলিভার ও হলমস্ট্রমের গবেষণায়। দীর্ঘদিন ধরেই যা শুধুমাত্র ব্যবসায়িক সংস্থার ক্ষেত্রেই নয়, ব্যবহার করা হয়েছে বিভিন্ন নীতি তৈরির মূল হিসাবেও। তাঁদের বিভিন্ন তত্ত্ব ইতিমধ্যেই আধুনিক দেউলিয়া আইন ও রাজনৈতিক সংবিধান তৈরির মূল সূত্র হিসাবে জনপ্রিয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জীবনের ১৮ নম্বর A মার্কা পুজোটাও এসে গেল


আরও পড়ুন আতঙ্কের নাম যখন ঘুড়ি