ওয়েব ডেস্ক: সিয়াচেনে কর্মরত বীর সেনা ল্যান্স নায়েক হনুমানথাপ্পা কোপ্পাডকে মরণোত্তর সেনা মেডেল দিয়ে সম্মানিত করা হল আজ। সেনা প্রধান বিপিন রাওয়াতের হাত থেকে আজ এই পুরস্কার নিলেন মৃত সেনার স্ত্রী মহাদেবী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, সিয়াচেন হিমবাহে সেনা পোস্টে কর্মরত অবস্থায় তুষার ঝড়ের কবলে পড়েন এই সেনা। তার বেশ কিছুদিন পর অদ্ভুত ভাবে উদ্ধার হন এই জওয়ান। সেসময় তাঁর শরীরে প্রাণের অস্তিত্বও ছিল। কিন্তু শেষ অবধি তাঁকে বাঁচানো যায়নি।


আরও পড়ুন- পাটনায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪(দুর্ঘটনার লাইভ ভিডিও)


প্রসঙ্গত, আজকের এই পদক প্রদান অনুষ্ঠানে হনুমানথাপ্পা কোপ্পাডকে সম্মানিত করার পাশাপাশি আরও ১৫ জন বীর সেনাকেও সম্মন জানানো হবে। এঁদের মধ্যে পাঁচ জন দেশের জন্য চরম আত্মত্যাগ করেছেন।


আরও পড়ুন- তুষারতীর্থ কাশ্মীরে বাড়ছে আশঙ্কা