জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার লোকসভায় পেশ হবে এক দেশ এক ভোট বিল। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল পেশ করবেন এক দেশ এক ভোট বিল। আলোচ্যসূচিতে এক দেশ এক ভোট বিলের উল্লেখ রয়েছে। বিজেপি দলগতভাবে হুইপ জারি করেছে। দলীয় সাংসদদের সংসদে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করল তৃণমূল। কী রয়েছে প্রস্তাবিত এই আইনে? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, One Nation One Election: 'এক দেশ, এক ভোট', মঙ্গলেই সংসদে বিল পেশ!


* নতুন সংসদ গঠনের (ধরা যাক ২০২৯) প্রথম সংসদ অধিবেশনের দিন রাষ্ট্রপতি একটি বিজ্ঞপ্তি জারি করে 'এক দেশ এক নির্বাচন' আইন চালু করবেন।


* এই আইন চালু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সংসদ ও সমস্ত বিধানসভার মেয়াদ হবে তখন থেকে পরবর্তী ৫ বছর।


* শেষ হবে সমস্ত বিধানসভার সময়সীমাও। অর্থাৎ যদি কোনও বিধানসভার সময়সীমা সংসদের ৫ বছরের সময়সীমার পরে শেষ হওয়ার কথা থাকে, তাহলে সেই বিধানসভারও সময়সীমা একইসঙ্গে শেষ হবে।


* নির্বাচন কমিশন ৫ বছরের এই মেয়াদ শেষ হওয়ার আগে একসঙ্গে সাধারণ নির্বাচন (সংসদ গঠনের জন‍্য) এবং বিধানসভা নির্বাচন করাবে।


* নির্বাচন কমিশন যদি প্রয়োজন বোধ করে, তাহলে কোনও বিধানসভার নির্বাচন সাধারণ নির্বাচনের পরে করানোর জন‍্য রাষ্টিরপতির কাছে প্রস্তাব দিতে পারে।


* কিন্তু পরে নির্বাচন হলেও সংশ্লিষ্ট বিধানসভার মেয়াদ সংসদের মেয়াদের সঙ্গেই শেষ হবে।


* যদি সংসদ মধ্যবর্তী কোনো সময়ে ভেঙে যায়, তাহলে নতুন নির্বাচন করা হবে, যাকে 'মিড টার্ম ইলেকশন' বলা হবে।


* তবে, সেক্ষেত্রে নতুন সংসদের সময়সীমা পূর্বের সংসদের সময়সীমাতেই শেষ হবে।


* একই নিয়ম লাগু হবে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও।


সংবিধানের কোন কোন ধারা সংশোধন এবং নতুন কী কী সংযোজন করা হচ্ছে ?


সংবিধানের ৩২৭ ধারায় 'কনস্টিটিউয়েন্সির ডিলিমিটেশন'-এর পর যুক্ত হতে চলেছে “কনডাক্ট অফ দ‍্য সাইমালটেনাস ইলেকশন” বা “একই সঙ্গে নির্বাচন করানো”—- এই শব্দগুচ্ছ। এছাড়াও ৮২ নং ধারার পর যুক্ত হবে নতুন ৮২এ ধারা (যার মধ‍্যে ৭টি ক্লজ থাকবে)। ৮৩ নং ধারায় ক্লজ- ২এর পর যুক্ত হবে ৫টি নতুন ক্লজ। ১৭২ নং ধারার ক্লজ-১ এর পর যুক্ত হবে ১এ ক্লজ। ১৭২ নং ধারার ক্লজ-২ এর পর যুক্ত হবে আরও তিনটি নতুন ক্লজ।


বিল পাস হলে নতুন আইন চালু হবে কবে? ডিলিমিটেশন এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পর নতুন সংসদ গঠনের পর।



আরও পড়ুন, Abhishek Banerjee: কংগ্রেসকে কোণঠাসা করার কৌশল? 'ইন্ডিয়া জোটের মুখ হোন মমতা', এবার সওয়াল অভিষেকের!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)