নিজস্ব প্রতিবেদন: একেই বলে দৈবক্রম! যাকে আশ্চর্যজনক বললেও কম বলা হবে। যারা এই ঘটনা নিজ চোখে দেখেছে, তারা বারবার চোখ কচলে কচলে দেখছেন, তবুও বিশ্বাস করতে পারছেন না। যা দেখছি তা সত্যি তো? হ্যাঁ, এএনআইয়ের ভিডিও দেখার পর আপনিও তাই বলবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভোটপ্রচারে বিজেপি বিধায়ককে জুতোর মালা পরিয়ে স্বাগত! দেখুন ভিডিও


উত্তরপ্রদেশের মথুরা স্টেশনের ঘটনা। আর পাঁচটা দিনের মতো সেদিনও স্বাভাবিক ভাবেই চলছিল ট্রেন। কোনও কোলাহলও নেই। এরই মধ্যে ঘটে গেল এই ঘটনা। এক বছরের কন্যা সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন এক মহিলা। সেই মহিলার কোল থেকেই কি না একেবারে রেললাইনে গিয়ে পড়ল শিশু! তারপর সেই রেললাইন দিয়ে চলল ট্রেনও। আশ্চর্যজনকভাবে ট্রেনের কোনও অংশই শিশুর শরীর স্পর্শ করল না। ট্রেন চলে যেতেই শিশুকন্যাকে উদ্ধার করে সেখানে উপস্থিত যাত্রীরা। দেখা যায় কিছুই হয়নি শিশুর। কন্যা সন্তানকে অক্ষত অবস্থায় পেয়ে খুশি পরিবার। এই ঘটনার ভিডিও এএনআইয়ের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়।



পরে রেল পুলিস সূত্রে জানা গিয়েছে, প্ল্যাটফর্ম আর ট্রেনের ফাঁক দিয়ে গলে যায় ওই  শিশু!