জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত কয়েক মাস ধরেই গোটা দেশে বিশেষ করে বিরোধী শাসিত রাজ্যগুলিতে একের পর এক নেতাকে পাকড়াও করছে ইডি। বাংলাতেও একাধিক কেলেঙ্কারিতে ফেঁসে জেলে রয়েছেন শাসকদলের মন্ত্রী-নেতারা। সোমবার এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে এনিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন অধিকাংশ মামলাই অরাজনৈতিক লোকজনের বিরুদ্ধে। ইডি একটি স্বাধীন সংস্থা। সে তার নিজের কাজ করছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পারিবারিক অশান্তিতে শাশুড়িকে পিটিয়ে মারল ২ পুত্রবধূ, দাঁড়িয়ে দেখল ছেলে


ঠিক লোকসভা ভোটের মুখে বিরোধী নেতা মন্ত্রীর বিরুদ্ধে ইডি লগিয়ে দেওয়া হচ্ছে। এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা। এনিয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদের বলার কোনও জায়গাই নেই।  ইডি যত মামলা করেছে তার ৯৭ শতাংশই এমনসব লোকদের বিরুদ্ধে যাদের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। একমাত্র ৩ শতাংশ ক্ষেত্রে ইডি মামলা করেছে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। বাকীকে কেউ জ্রাগ মাফিয়া বা অন্য কিছু। যেসব আইনের আওতায় ইডি কাজ করছে তার কোনওটাই বিজেপি সরকারের তৈরি নয়। ইডি খুব ভালো কাজ করছে। নির্বাচন কমিশনের সংস্কার এনডিএ সরকারের আমলেই হয়েছিল।   


লোকসভা ভোটে বিরোধীদের হাতে শাক্তিশালী অস্ত্র হল ইলেকটোরাল বন্ড ও কালোটাকা। এনিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ১ হাজার ও ২ হাজারের নোট বাতিল করে দিয়েছিলাম। কারণ ভোটে ওই বড় নোটগুলোর মাধ্যমেই লেনদেন হতো। কালো টাকা শেষ হয়ে গিয়েছিল। সুপ্রিম কোর্টে আমরা বলেছিলাম ২০ হাজার টাকা পর্যন্ত রাজনৈতিক দলগুলি টাকা সঙ্গে নিয়ে চলতে পারবে। আমি শেষপর্যন্ত আইন করে ২০ হাজার টাকা কম করে আড়াই হাজার টাকা করে দিয়েছি। কারণ আমি চাইছিলাম না নগদে লেনদেন হোক। তার পর এল ইলেকটোরাল বন্ড। এতে ব্যবসায়ীরা আপত্তি জানিয়েছিল। বলা হয়েছিল। লিখিত দিলে সরকার দেখবে। সককার তো আমাদের বিরক্ত করবে। আমরা তো টাকা দেওয়ার জন্য তো তৈরি কিন্তু লিখিত দেব না। আমরা ওই সমস্যার সামাধান করেছি।  এখন ইলেকটোরাল বন্ড বাতিল হয়েছে। এর জন্য পস্তাতে হবে।  এর ফলে দেশ ফের কালোটাকায় ফিরে যাবে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)