নিজস্ব প্রতিবেদন: বড় সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র প্রশাসন। আগামী ১৫ দিন কার্ফু জারি করা হয়েছে। আজ ( বুধবার) রাত ৮ টা থেকে ১৪৪ ধারা জারি থাকবে রাজ্যজুড়ে। লকডাউনের পথে হাঁটতে চাইছে না কোনও রাজ্য। কারণ, এতে বহু মানুষকে সমস্যার মুখে পড়তে হয়। পাশাপাশি মুখ থুবড়ে পড়ে অর্থনীতি। তাই লকডাউন না করে করোনার সংক্রমণকে কমাতে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আগামী ১৫ দিন অত্যাবশকীয় পণ্য ছাড়া আর সবকিছুর পরিষেবা বন্ধ থাকবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার সন্ধেবেলা তিনি বলেন, গত বছরের থেকেও এবারের পরিস্থিতি আরও ভয়ঙ্কর। হাসাপাতালে বেড সংখ্যা বাড়ানো হচ্ছে। তাই আর সময় নেওয়া যাবে না। তাই এই বড় সিদ্ধান্ত নিতেই হচ্ছে। তবে মিলবে নিত্য প্রয়োজনীয়  সামগ্রী।  সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রয়োজনীয় সামগ্রীর দোকান।


 



যান চলাচল স্বাভাবিক থাকবে, তবে শুধুমাত্র জরুরিকালীনের জন্য।রাজ্যের সমস্ত দরিদ্র মানুষের পরিবারে ৩ কেজি গম ও ২ কেজি চাল পৌঁছে দেবে সরকার।



প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের বেশি। সক্রিয় রোগীর সংখ্যাও ক্রমশ বেড়ে চলেছে।