নিজস্ব প্রতিবেদন : মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিচ্ছেন ওমপ্রকাশ রাওয়াত। আগামী ২৩ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করবেন। সোমবার অবসর গ্রহণ করছেন বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার অচলকুমার জ্যোতি। তারই স্থতাভিসিক্ত হচ্ছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- প্রয়োজনে শত্রুপক্ষের মাটিতে নেমে আঘাত করতে পারে ভারত : রাজনাথ সিং


১৯৭৭-এর মধ্যপ্রদেশ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস ওমপ্রকাশ রাওয়াত। চাকরিকালে তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি বহু দফতরে প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। ১৯৮৩-৮৬ পর্যন্ত তিনি নরসিংহপুর ও ১৯৮৬-৮৮ সাল পর্যন্ত ইন্দোরের জেলাশাসকের দায়িত্ব সামলেছেন রাওয়াত। নর্মদা উপত্যকা উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্বও পালন করেছেন তিনি। ২০১৩ সালে অবসর গ্রহণ করেন রাওয়াত। বর্তমানে তিনি নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন।