ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রীর অভিযোগে হতবাক বিরোধী শিবির। বাধা কোথায়? প্রধানমন্ত্রীই সংসদকে এড়িয়ে যাচ্ছেন, একযোগে পাল্টা অভিযোগ বিরোধীদের। ভাষণ ছাড়া উপায় নেই প্রধানমন্ত্রীর। কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নোট বাতিলের বিরুদ্ধে প্রথম সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর যতবার এনিয়ে মোদী বলেছেন, প্রথম জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীই। গুজরাতের সভায় প্রধানমন্ত্রীর ভাষণের পরেও টুইটে প্রথম তোপ সেই মমতারই। তিনি লিখেছেন, মোদীবাবু জানেন যে নোট বাতিলের লাইন এখন বেলাইন হয়ে গিয়েছে। ভাষণ দেওয়া ছাড়া এখন আর কোনও সমাধান নেই তাঁর হাতে।


এদিকে বলতে না দেওয়ার অভিযোগ নিয়ে হতবাক বিরোধী শিবির। মোদীই সংসদকে এড়াচ্ছেন। অভিযোগ তাঁদের। বিরোধীদের দাবি প্রধানমন্ত্রীকে সংসদে আসতে হবে, অভিযোগ শুনতে হবে, প্রশ্নের জবাবও দিতে হবে। এত বড় ইস্যুতে শুধু বিবৃতি দিয়ে বেরিয়ে যেতে পারবেন না তিনি।