CAA বাতিলের দাবিতে রাইসিনা হিলসে সনিয়ার নেতৃত্বে বিরোধীরা
রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন, `সরকার জানত কী ঘটতে চলেছে। তার পরেও চুপ করেছিল তারা। অসমে দেশবিরোধী হিংসায় ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ হয়ে।`
নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবি জানিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন সনিয়া গান্ধী-সহ বিরোধী দলের নেতারা। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবি জানান তাঁরা।
সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী বলেন, 'নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় গোটা দেশ সোচ্চার হয়েছে। উত্তর-পূর্ব ও দিল্লিতে এই আইনের বিরোধিতায় বিক্ষোভকারীদের ওপর পুলিসি অভিযানে বিরোধীরা চিন্তিত।'
সনিয়া বলেন, 'দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গায়ের জোরে ঢুকেছে পুলিস। ছাত্রীদের হস্টেল থেকে টেনে বার করা হয়েছে। মারধর করা হয়েছে পড়ুয়াদের। মানুষের কণ্ঠরোধে মোদী সরকারের কোনও সহানুভূতি নেই। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিসি অভিযানে আমরা চিন্তিত।'
বুধবার দুপুরে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুখ্যসচিব
রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন, 'সরকার জানত কী ঘটতে চলেছে। তার পরেও চুপ করেছিল তারা। অসমে দেশবিরোধী হিংসায় ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ হয়ে।'
এদিন রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আগে গান্ধীমূর্তির পাদদেশে সমবেত হন বিরোধী নেতারা। দলে ছিলেন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব, ডিএমকের টিআর বালু, তৃণমূলের ডেরেক ও ব্রায়েন, সিপিএমের সীতারাম ইয়েচুরি প্রমুখ।