জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উপরাষ্ট্রপতি পদে কে? সেই বিষয় সিদ্ধান্ত নিতে আগামী দুই-তিন দিনের মধ্যেই বিভিন্ন বিরোধী দলের নেতারা বৈঠকে বসতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্বাচন অনুষ্ঠিত হবে ছয় আগস্ট। জানা গিয়েছে ১২ অথবা ১৩ জুলাই দিল্লিতে বিরোধীদের বৈঠক হতে পারে। এনসিপি নেতা শরদ পাওয়ার এই বৈঠকে অংশ নেবেন বলেও জানানো হয়েছে।


কংগ্রেস, বাম, টিএমসি, এনসিপি, ডিএমকে, আরজেডি, সমাজবাদী পার্টি এবং আরও কয়েকজন সহ বেশ কয়েকটি বিরোধী দলের নেতার এই বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও উপ রাষ্ট্রপতি পদের জন্য এখনও কোনও নাম জানা যায়নি। বিরোধী দলগুলোর নেতারা একসঙ্গে মিলে দেশের দ্বিতীয় শীর্ষ সাংবিধানিক পদে যৌথ প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে।


অন্যদিকে এনডিএ-র তরফেও এখনও পর্যন্ত কোনও নামের বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়নি।


পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী, ২০১৭ সালে NDA-এর এম ভেঙ্কাইয়া নাইডুর বিরুদ্ধে যৌথ বিরোধী প্রার্থী ছিলেন। নাইডুর মেয়াদ শেষ হবে ১০ আগস্ট।


নির্বাচন কমিশন ৫ জুলাই বিজ্ঞপ্তি জারি করে ৬ আগস্ট নির্বাচনের জন্য। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ জুলাই এবং যাচাই হবে ২০ জুলাই। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ ২২ জুলাই।


আরও পড়ুন: Uttarakhand: মাঝ পথে বন্ধ রোপওয়ে, ৪৫ মিনিট ঝুলে রইলেন বিজেপি বিধায়ক-সহ ৬০পর্যটক


৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনে একই দিনে গণনা করা হবে।


সংসদের উভয় কক্ষের ৭৮৮ জন নির্বাচিত জনপ্রতিনিধির সমন্বয়ে গঠিত এক ইলেক্টোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হন উপরাষ্ট্রপতি। এখানে থাকবেন রাজ্যসভার ২৩৩ জন নির্বাচিত এবং ১২ জন মনোনীত সদস্য এবং লোকসভার ৫৪৩ জন নির্বাচিত সদস্য।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App