ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রীর মন্তব্যের ঝাঁঝে আজও উত্তপ্ত সংসদ। আজ সকাল থেকেই কংগ্রেস দাবি তোলে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে  করা কটূ মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সংসদেও প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে তারা সোরগোল তোলে। প্রধানমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় ফুঁসে ওঠেন সিপিএমের সীতারাম ইয়েচুরিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বাথরুমে রেইনকোট পড়ে স্নান করার কৌশল জানেন মনমোহন সিং : নরেন্দ্র মোদী


এদিকে, এই মন্তব্যের জন্য ক্ষমা না চাওয়া হলে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে প্রতিটি বিষয়ে বয়কট করা হবে বলেও কংগ্রেসের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে। একই মন্তব্য করেন খোদ মনমোহন সিংও। তিনি বলেন, ''গতকাল প্রধানমন্ত্রীর করা মন্তব্যে অত্যন্ত ব্যাথিত আমি।''