নিজস্ব প্রতিবেদন: সংসদে বিরোধী জোটের রণকৌশল রচনায় সোমবার সংসদে স্ট্র্যাটেজি বৈঠক করলেন বিরোধীরা। সোমবার কংগ্রেসের রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গের নেতৃত্বে বৈঠক করল তৃণমূল, ডিএমকে, এনসিপি, শিব সেনা, সমাজবাদী পার্টি, সিপিএম, আরজেডি, আম আদমি পার্টি, সিপিআই, আরএসপি-সহ আরও বেশ কয়েকটি বিরোধী দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংসদের উভয়কক্ষে কীভাবে কেন্দ্রবিরোধিতার সুর আরও চড়ানো যায়, সেই বিষয়ে আলোচনা করেন বিরোধী নেতারা। বিজেপি সরকারের মোকাবিলায় কোন বিরোধী দল কোন ইস্য়ুতে সরব হবে, সূত্রের খবর সেই বিষয়েও আলোচনা করেন তাঁরা। বৈঠক শেষে মল্লিকার্জুন খাড়্গে জানান, সরকারের Constitution Amendment বিলকে সমর্থন করবে বিরোধীরা। কারণ এই বিল পাশ হলে, নিজ নিজ ওবিসি তালিকা তৈরির ক্ষমতা পাবে প্রতিটি রাজ্য। একই কথা বলেন আরজেডির নেতা মনোজ সিনহাও। তবে এর পাশাপাশি, সরকারে বিরুদ্ধে আন্দোলনের রূপরেখাও তৈরি করেন বিরোধী নেতারা।


আরও পড়ুন: Tripura: খোয়াইয়ে ফের ধুন্ধুমার, তৃণমূলে যোগ দিতে এসে 'আক্রান্ত' বাম কর্মী


আরও পড়ুন: PM Modi: প্রথমবারের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন মোদী


এবার বাদল অধিবেশনের শুরু থেকেই এককাট্টা বিরোধীরা। সংসদের ভিতরে ও বাইরে সরকারের বিরু্ধে সরব। কৃষি আইন বাতিল, Pegasus ইস্য়ুতে সরব তৃণমূল, কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীরা। কৃষি আইন প্রত্যাহরের দাবিতে ট্রাক্টর চালিয়ে সংসদে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একই দাবিতে বাদল অধিবেশনের প্রথম দিন থেকে যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেছেন কৃষক নেতারাও। ঘরে বাইরে সরকারকে বিপাকে ফেলতে এককাট্টা বিরোধীরা।