ওয়েব ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী বাছার কাজ শেষ। এবার তাই উপ-রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী বাছার পালা। সেই জন্য আগামী ১১ জুলাই বৈঠকে বসতে চলেছে বিরোধী দলগুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৬ অগাস্ট উপ-রাষ্ট্রপতি নির্বাচন। গত ৪ জুলাই নির্বাচন কমিশন একটি নোটিস জারি করে। সেখানে এই নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।


১৮ জুলাই উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। অন্যদিকে, মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ধার্য করা হয়েছে ২১ জুলাই। তবে, যোদি প্রয়োজন হয়ে এই নির্বাচনটি ৫ অগাস্টও হতে পারে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।


আরও পড়ুন- ফের সুপ্রিম কোর্টের সঙ্গে সংঘাতে জড়াল কেন্দ্র