Padma Award: মরণোত্তর পদ্মবিভূষণ ORS-র জনক বাঙালি চিকিৎসক দিলীপ মহলানবিশকে
প্রতিবছরের মতো এবছর প্রজাতন্ত্র দিবসের আগে ঘোষণা করা হল পদ্ম-সম্মান প্রাপকদের নাম। তালিকায় আরও ৩ বাঙালি।
জ্যোর্তিময় কর্মকার: ফের পদ্ম-তালিকায় বাঙালিরা। মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন ORS-র জনক দিলীপ মহলানবিশ। পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে সারিন্দাবাদক মঙ্গলাকান্তি রায়, ধনিরাম টোটো ও প্রীতিকণা গোস্বামীকে।
প্রতিবছরের মতো এবছর প্রজাতন্ত্র দিবসের আগে ঘোষণা করা হল পদ্ম-সম্মান প্রাপকদের নাম। তালিকায় নাম রয়েছে ২৬ জনের। তাঁদের মধ্যে ৪ জন বাঙালি।
পদ্ম-তালিকায় বাঙালিরা
----------------
পদ্মবিভূষণ- দিলীপ মহলানবিশ(মরণোত্তর)
পদ্মশ্রী- মঙ্গলাকান্তি রায়
পদ্মশ্রী- প্রীতিকণা গোস্বামী
পদ্মশ্রী-ধনিরাম টোটো
নুন, চিনি এবং অন্য ফ্লুইড দিয়ে তিনি তৈরি করেছিলেন ORS। ৭১-র বাংলাদেশ যুদ্ধের সময়ে কলেরা এবং ডায়েরিয়া আক্রান্ত চিকিৎসায় সেই ORS কাজ করে ম্যাজিকের মতোই! গত বছরের অক্টোবরে প্রয়াত হন বিশিষ্ট চিকিৎসক দিলীপ মহলানবিশ (Dilip Mahalanabis)। এবার মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন তিনি।
জলপাইগুড়ির সারিন্দাবাদক মঙ্গলাকান্তি রায় বয়স ১০২ বছর। লোকসঙ্গীতে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন তিনি। টোটো ভাষা বাঁচানোর লড়াইয়ের স্বীকৃতিতে পদ্মশ্রী দেওয়া হচ্ছে ধনিরাম টোটোকে।