নিজস্ব প্রতিবেদন: আপাতত হয়রানি থেকে রেহাই পেলেন পি চিদম্বরম। এয়ারসেল-ম্যাক্সিস মামলায় তাঁকে আগামী ৫ জুন প‌র্যন্ত গ্রেফতার করা ‌যাবে না। প্রাক্তন অর্থমন্ত্রীকে অন্তর্বতিকালীন জামিন মঞ্জুর করল আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিদম্বরমের পক্ষে আজ দিল্লির আদালতে জামিনের আবেদন করেন কপিল সিব্বল। আদালত সিবিআইও ইডিকে নির্দেশ দিয়েছে আগামী ৫ জুন প‌র্যন্ত চিদম্বরমের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া ‌যাবে না।


অারও পড়ুন-ব্যাঙ্ক ধর্মঘটে হাহাকার রাজ্যজুড়ে এটিএম-এ, মাস পয়লার বেতন নিয়ে আশঙ্কা


এয়ারসেল-অ্যাক্সিস মামলায় অন্যতম মূল অভি‌যুক্ত চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম। ফেব্রুয়ারি মাসে তাকে গ্রেফতার করেছিল সিবিআই। এদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভি‌যোগ মন্ত্রী থাকাকালীন এয়ারসেল-ম্যাক্সিস ডিল-এ ছেলেকে কিছু সুবিধে পাইয়ে দিয়েছিলেন চিদম্বরম।


আরও পড়ুন-শিকাগোয় বিশ্ব হিন্দু সম্মেলনে রঘুরাম রাজনকে আমন্ত্রণ জানাল সংঘ পরিবার


উল্লেখ্য, মরিসাসের একটি কেম্পানি ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চেয়েছিল এয়ারসেলে। এর জন্য ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড-এর অনুমোদনের প্রয়োজন ছিল। সেই অনুমোদন দেন চিদম্বরম। সিবিআইএয়ের অভি‌যোগ, ওই অনুমোদন মেলার পরই এয়ারসেল টেলিভেঞ্চার লিমিটেডের পক্ষ থেকে ২৬ লাখ টাকা দেওয়া হয় এএসসিপিএল-কে। এই এএসসিপিএলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কার্তি চিদম্বরমের।