কমলাক্ষ ভট্টাচার্য: তালিকায় বাংলার ৪!  কারা পাচ্ছেন পদ্মশ্রী সম্মান? প্রতিমা শিল্পী সনাতন রুদ্র পাল, ভাদু সংগীতশিল্পী রতন কাহার, প্রকৃতিপ্রেমী দুখু মাঝি ও চৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Dip to Cure Cancer: ক্যানসার সারাতে ডুবিয়ে রাখল গঙ্গায়, ৫ বছরের শিশুকে মৃত্যুমুখে ঠেলে দিল বাবা,মা-ই!


রাত পোহালেই ২৬ জানুয়ারি। প্রতিবছরের মতো এবছর প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম-সম্মান প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্র। সেই তালিকায় জায়গা করে নিলেন বাংলার চারজন। পদ্মশ্রী পাচ্ছেন মোট ৩৪ জন।


পদ্মশ্রী ২০২৪
----
দেশে প্রথম মহিলা মাহুত পার্বতী বড়ুয়া
আদিবাসী উন্নয়নকর্মী জগেশ্বর যাদব
পরিবেশবিদ ও নারী উন্নয়নকর্মী চামি মুর্মু
দিব্যাঙ্গ সমাজকর্মী গুরবিন্দ্র সিংহ
কৃষক সত্যনারায়ণ বেলেরি
সমাজকর্মী সংথানকিমা
প্রাচীন ওষধি চিকিৎসক হেমচাঁদ মাঞ্জি


তালিকায় নাম রয়েছেন পদ্মশ্রী প্রাপকের তালিকায় আছেন দক্ষিণ আন্দামানের জৈব কৃষক কে চেল্লাম্মাল, অরুণাচল প্রদেশের ভেষজ ওষুধ বিশেষজ্ঞ ইয়ানুং জামো লেগো, মাইসুরুর আদিবাসী উন্নয়নকর্মী সোমান্না, অসমের আদিবাসী কৃষক সর্বেশ্বর বসুমাতারি।


এদিকে বাংলার থেকে যে ৪ জন পদ্মশ্রী পাচ্ছেন, তাঁদের মধ্য়ে ছৌ মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর প্রয়াত। মরণোত্তর সম্মান দেওয়া হচ্ছে তাঁকে।   পাঁচ দশক ধরে ছৌ নাচের মুখোশ তৈরি করতেন নেপালচন্দ্র। গতবছরের নভেম্বরে প্রয়াত হন তিনি।


আরও পড়ুন:  Primary TET| Supreme Court: বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ও সিনহার বেঞ্চে আর নয় প্রাথমিকের মামলা!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের  AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)