ওয়েব ডেস্ক: আজ দিল্লিতে  রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে সম্মান গ্রহণ করলেন গিরিজা দেবী, প্রিয়াঙ্কা চোপড়া,  রজনীকান্ত।


আজ দিল্লীতে রাষ্ট্রপতিভবনে  প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে  সম্মান গ্রহণ করলেন  বিশিষ্ট ব্যক্ত্বিত্বরা। পদ্মবিভূষণ সম্মান গ্রহণ করলেন প্রবাদপ্রতিম শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গিরিজা দেবী। পাশাপাশি দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ভুষিত হলেন পদ্মবিভূষণ সম্মানে। পদ্মভুষণে ভুষিত  চলচ্চিত্রাভিনেতা অনুপম খের।  আবার পদ্মভূষণ পেলেন সঙ্গীতশিল্পী  উদিত নারায়ণ। সানিয়া মির্জা পদ্মভূষণ সম্মান পেলেন । পাশাপাশি সাইনা নেহওয়াল ভুষিত হলেন পদ্মভুষণ সম্মানে। ইতিমধ্যেই হলিউড ও বলিউডের বিখ্যাত অভিনেত্রী  প্রিয়াঙ্কা চোপড়া পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন । সঙ্গে  বলিউডের সিঙ্ঘম অজয় দেবগণও ভুষিত পদ্মশ্রী সম্মানে । প্রতিবারের মতো এবারেও নজর কাড়ল এই তারকাদের "পদ্ম' সম্মান অনুষ্ঠান ।